-
অকল্যান্ড টেস্টে ইনিংস পরাজয় ইংলিশদের
March 26th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
অকল্যান্ড, ২৬ মার্চ: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৪৯ রানে হেরেছে সফরকারী ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫৮ রানে অলআউট হয়।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪২৭ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে ৩৬৯ রানের লিড নেয় কিউইরা।
এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউই বোলারদের দাপটে ৩২০ রানে অলআউট হলে ইনিংস ও ৪৯ রানে হেরে যায় সফরকারী ইংল্যান্ড।
গতকাল চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ছিল ১৩২/৩। ওভার মোকাবেলা করেছিল ৪৬.৫। ডেভিড মালান ১৯ রানে অপরাজিত ছিলেন। আজ পঞ্চম দিনে এসে ৭৯ ওভার মোকাবেলায় বাকি ৭ উইকেট খুইয়ে আগের দিনের ১৩২ রানের সাথে ১৮৮ রান যোগ করতে সক্ষম হয় ইংল্যান্ড। ফলে ৩২০ রানে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়।
ডেভিড মালান আগের দিনের ১৯ রানের সাথে মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরে ফিরেন। পঞ্চম দিনে বেন স্টোকস ৬৬, ওকস ৫২, মইন আলী ২৮ ও জনি বেয়ারস্টো ২৬ রান করে আউট হন।
তিন কিউই বোলার ট্রেন্ট বোল্ট, নেল ওয়াগনার ও টুড অ্যাস্টল তিনটি করে উইকেট শিকার করেন।
ম্যাচসেরা হন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
আগামী ৩০ মার্চ থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোর:
টস: নিউজিল্যান্ড
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৫৮/১০ (২০.৪ ওভার) ওভারটন ৩৩, স্টোনম্যান ১১; ট্রেন্ট বোল্ট ৬/৩২, টিম সাউদি ৪/২৫)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪২৭/৮ডি. (১৪১ ওভার) (হেনরি নিকহলস অপ: ১৪৫, কেন উইলিয়ামসন ১০২, ওয়াটলিং ৩১, গ্রানধুমে ২৯, লাথাম ২৬, সাউদি, ২৫; স্টুয়ার্ট ব্রড ৩/৭৮, জেমস অ্যান্ডারসন ৩/৮৭)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩২০/১০ (১২৬.১ ওভার) (স্টোকস ৬৬, স্টোনম্যান ৫৫, ওকস ৫২, জো রুট ৫১, মইন আলী ২৮, বেয়ারস্টো ২৬, মালান ২৩; ট্রেন্ট বোল্ট ৩/৬৭, ওয়াগনার ৩/৭৭ ও টুড অ্যাস্টল ৩/৩৯)।
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৪৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে