-
অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
March 6th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সিলেট, ৬ মার্চ: গতকালই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদ ছাড়া ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে নেমে টস হেরে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ।
৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৮/০। তামিম ইকবাল ১৫ ও লিটন দাস ২৩ রানে ক্রিজে রয়েছেন।
বাংলাদেশ আজ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি জানান, বাবার অসুস্থতার জন্য আজ খেলতে পারছেন না পেসার শফিউল ইসলাম। আর আঙুলের ইনজুরিতে আজ খেলছেন না নাজমুল হোসেন শান্ত। এছাড়া বিশ্রামে রাখা হয়েছে মুশফিকুর রহীমকে। বাংলাদেশের হয়ে আজ ওয়ানডেতে অভিষেক ঘটেছে মোহাম্মদ নাইম ও আফিফ হোসেনের। এছাড়া দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন খেলছেন আজ।
অপরদিকে জিম্বাবুয়ে দলেও দু’টি পরিবর্তন আনা হয়েছে। ক্রেইন আরভিন ও চামু চিবাবা আজ খেলছেন না।
দুই দলের খেলোয়াড়রা হলেন।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: তিনাসি কামুনহুকামি, রেজিস চাকাবভা, ব্রেন্ডন টেইলর, সিন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধিভেরি, সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটরক্ষক), টিনুটেন্ডা মুটুমবদজি, ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমা ও কার্ল মুম্বা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে