-
অনূর্ধ্ব-১০ বালক স্কুল রাগবি বুধবার শুরু
March 3rd, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩ মার্চ: আগামি ৪ মার্চ বুধবার থেকে পল্টন আউটার স্টেডিয়াম ময়দানে শুরু হচ্ছে “১০তম বিএসবি ক্যামব্রিয়ান মিনি অনূর্ধ্ব-১০ বালক স্কুল রাগবি প্রতিযোগিতা।
আজ দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী।
তিনি জানান, গত আসরে ১১টি স্কুল অংশগ্রহণ করলেও এবার অংশ নিচ্ছে ১৪টি স্কুল দল। ২০টি দল এন্ট্রি করেছিলো টুর্নামেন্টের জন্য। সেখান থেকে বাছাই করে ১৪টি স্কুল দলকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।
১৪টি দলকে চারটি গ্রুপে ভাগ করে ৪ মার্চ বুধবার গ্রুপ পর্বের খেলা চলবে। চার গ্রুপের চ্যাম্পিয়ন দল ৫ মার্চ বৃহস্পতিবার সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই সেমিফাইনাল বিজয়ী দল আগামি ৬ মার্চ শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে। আর সেমিফাইনালে পরাজিত দুই দল তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে লড়বে।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
ক-গ্রুপ: সেন্ট গ্রেগরী স্কুল এন্ড কলেজ, উইনসাম স্কুল ও মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল।
খ-গ্রুপ: কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ, মিতালী বিদ্যাপীঠ ও কিংস স্কুল।
গ-গ্রুপ: কেএম বশির সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুভানাইল ইংলিশ মিডিয়াম স্কুল, উত্তর পানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকা ল্যাবরেটরী স্কুল।
ঘ-গ্রুপ: ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ, রেনেসা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল। ও দেলপাড়া লিটিল জিনিয়াস স্কুল এন্ড কলেজ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে