-
অনূর্ধ্ব-১৮ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ফরাশগঞ্জ
April 28th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৮ এপ্রিল: অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্রুপ ‘ডি’র দল পুরোনো ঢাকার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে পরাজিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।
এর আগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব তাদের প্রথম খেলায় ঢাকা আবাহনী লি:কে ১-০ গোলে পরাজিত করেছিল। এর ফলে গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
আজ মুক্তিযোদ্ধার বিপক্ষে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফরাশগঞ্জকে। ৭ মিনিটে ফরাশগঞ্জের জয় গোলের সূচনা করেন (১-০)। ৩৩ মিনিটে নয়নের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফরাশগঞ্জ (২-০)।
দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধার মেহেদী একটি গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে ফরাশগঞ্জের জীবন গোল করলে ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে ফরাশগঞ্জ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে