-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা
August 31st, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩১ আগস্ট: এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিসিবি। এছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৫ জনকে।
আগামি ৫ সেপ্টেম্বর শ্রীলংকা শুরু হবে ৮ দলের অংশগ্রহণে এই আসর। বাংলাদেশ ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। ‘এ’ গ্রুপে রয়েছে-ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েত।
আগামি ২ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২.০০টায় মিরপুর স্টেডিয়ামস্থ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দলের ফটোসেশন অনুষ্ঠিত হবে।
১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, অনিক সরকার, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), শামীম হোসেন, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, মিনহাজুর রহমান মোহনা ও আশরাফুল ইসলাম সিয়াম।
স্ট্যান্ডবাই: হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিসাদ হোসেন ও প্রান্তিক নওরোজ নাবিল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে