-
বৃহস্পতিবার কাতার যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
October 9th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৯ অক্টোবর: তিন জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ১০ অক্টোবর বৃহস্পতিবার কাতার যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। বেলা ১১.০৫টায় কিউআর ৬৪১ ফ্লাইটযোগে কাতারের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে ২৮ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলটি। ২৮ সদস্যের দলে ২৩ জন ফুটবলার ও ৫ জন কোচ-কর্মকর্তা রয়েছেন।
আগামি ১২-১৬ অক্টোবর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে তিন জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টটি। বাংলাদেশসহ স্বাগতিক কাতার ও কুয়েত অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।
টুর্নামেন্ট শেষে আগামী ১৭ অক্টোবর ১৭:১৫টায় কিউআর ৬৩৪ ফ্লাইটযোগে ঢাকায় ফিরে আসবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলটি।
২৮ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল:
মোহাম্মদ আমের খান-টিম ম্যানেজার; আন্দ্রে পিটার টার্নার-প্রধান প্রশিক্ষক; মোহাম্মদ রাশেদ আহমেদ ও কাজি আলতাফুল হক-সহকারী কোচ; মো: মহসিন কবির-ফিজিও। খেলোয়াড়রা হলেন: মো: মহিউদ্দিন, মিতুল মারমা ও শান্ত কুমার রায় (গোলরক্ষক); উত্তম চন্দ্র রায়, সাদেকুজ্জামান ফাহিম, মো: ইমন খান, কাজী রাহাত মিয়া, মো: রাকিবুল ইসলাম, মো: তানভির হোসেন, মো: নাজমুল হোসেন আকন্দ (রক্ষণভাগ); মো: হৃদয়, মো: ফাহিম মোর্শেদ, মো: ইমন আলী, মো: সাগর হোসেন, দীপক রায় (মিডফিল্ডার); মো: জমির উদ্দিন, মো: ফয়সাল আহমেদ ফাহিম, মো: উমর ফারুক মিঠু, মো: সম্রাট আহমেদ, নাইম হোসেন, মো: নিহাট জামান উচ্ছাস, মো: মারাজ হোসেন ও আমির হাকিম বাপ্পি (ফরোয়ার্ড)।