-
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের সহজ জয়
January 15th, 2018ক্রীড়া ডেস্ক:
বিডিস্পোর্টস২৪ ডটকম
কুইন্সটাউন, ১৫ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ ‘সি’র দল ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে। অপরদিকে নামিবিয়া প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল। ফলে দুই ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে তারা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নামিবিয়া ৯ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন শাওন ফউচি। এছাড়া লফটি অ্যাটন ৩৬, লরেন্স ২৪ ও বার্গারের ২২ রান উল্লেখযোগ্য।
ইংল্যান্ড বোলারদের মধ্যে হোলম্যান তিনটি, হ্যারি ব্রুক ও স্ক্রিভেন দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের দুই ব্যাটসম্যান হ্যারি ব্রুক ও উইল জ্যাকস-এর অসাধারণ ব্যাটিংয়ে মাত্র ২৪.১ ওভারে ২ উইকেটে ১৯৮ রান করে। ফলে ৮ উইকেটের সহজ জয় পায় ইংলিশ যুবারা। হ্যারি ব্রুক ৪৮ বলে ১২টি চারের সাহায্যে অপ. ৫৯ এবং উইল জ্যাকস ৪৪ বলে ১২টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৩ রানে অপরাজিত থাকেন। এছাড়া পেরেরা ২৬ ও ব্যাটন ২১ রান করে আউট হন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে