-
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার জয়
January 14th, 2018ক্রীড়া ডেস্ক:
বিডিস্পোর্টস২৪ ডটকম
ওয়াংখেড়ে (নিউজিল্যান্ড), ১৪ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ রোববারের নিজ নিজ খেলায় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
গ্রুপ ‘এ’র ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে কেনিয়াকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩৪১ রানের বড় স্কোর গড়ে। জবাবে ব্যাট করতে নেমে কেনিয়ার ইনিংস ৭ উইকেটে ১৭২ রানে থেমে গেলে ১৬৯ রানে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ ‘ডি’র ম্যাচে শ্রীলংকা ৭ উইকেটে পরাজিত করেছে আয়ারল্যান্ডকে। টস জিতে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা ৩৭.৩ ওভারে ৩ উইকেটে ২০৮ রান করলে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলংকা।বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে