শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
অনূর্ধ্ব-২১ হকি দলের ট্রায়ালের দ্বিতীয় পর্বের ক্যাম্প আজ শুরু
August 18th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৮ আগস্ট: অনূর্ধ্ব-২১ হকি দলের ট্রায়ালের দ্বিতীয় পর্বের ক্যাম্প আজ রোববার থেকে শুরু হচ্ছে। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপ ২০২০ সামনে রেখেই হকি ফেডারেশন অনূর্ধ্ব ২১ দলের দ্বিতীয় পর্বের ট্রায়ালের ক্যাম্পের আয়োজন করছে।
যেখানে প্রথম পর্ব থেকে বাছাই করা ৩৫ খেলোয়াড় ছাড়াও যোগ দিবেন জাতীয় দল ও প্রিমিয়ার লিগে খেলা ২০ জন। রোববার বিকেল সাড়ে ৪টায় কোচ মামুন-উর-রশিদ, সহকারী কোচ আলমগীর আলম ও গোলরক্ষক কোচ রাসেল খান বাপ্পির কাছে রিপোর্ট করবেন খেলোয়াড়রা।
সিঙ্গাপুরগামী নারী দলের অনুশীলনের সময়ের সাথে সমন্বয় করে সোমবার থেকে শুরু হবে অনূর্ধ্ব ২১ পুরুষ দলের দ্বিতীয় পর্বের ট্রায়াল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে