-
অনূর্ধ্ব-২১ হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প ১০ অক্টোবর শুরু
October 7th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৭ অক্টোবর: বঙ্গবন্ধু আল-আরাফাহ ইসলামী ব্যাংক অনূর্ধ্ব ২১ এশিয়া কাপ হকি প্রতিযোগিতাকে সামনে রেখে আগামি ১০ অক্টোবর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে।
প্রশিক্ষণ ক্যাম্পের জন্য অনূর্ধ্ব-২১ ৩৬ জন হকি খেলোয়াড়ের নাম আজ ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ৩৬ খেলোয়াড়কে আগামি ১০ অক্টোবর বিকেল ৪.০০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ আ ন ম মামুন উর রশিদ-এর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।
প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ৩৬ হকি খেলোয়াড়রা হলেন:
বিপ্লব খুজুর, মো: নুরুজ্জামান নয়ন, মো: মেহেদি হাসান, মো: আশরাফুল ইসলাম, মো: ফজলে রাব্বি, মো: শফিউল আলম, প্রিন্স লাল সাসন্ত, মোহাম্মদ মাহাবুব হোসেন, নাঈম উদ্দিন, মো: রাজু আহম্মেদ তপু, মো: সারোয়ার মুর্শেদ শাওন, মো: সোহানুর রহমান সবুজ, খালেদ মাহমুদ রাকিন, এস এস মেহরাব হাসান সামিন, আমিরুল ইসলাম, মো: আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, মো: মেহেদী হাসান, মো: নাজমুল হাসান মৃদুল, মো: আরশাদ হোসেন, রাজিব দাশ, হৃদয় শেখ, সিহাব হোসেন, মো: জাহিদ হোসেন, আশরাফুল আলম, ওবায়দুল হক জয়, মো: মহসিন, দেবাশীষ কুমার রায়, আলামিন মিয়া, সাকিব মাহমুদ অভি, মো: ইয়াসিন আরাফাত, শোয়েব মল্লিক তনয়, মেহেদী হাসান (লিমন), সাবাদুর রহমান মিঠু, মো: রকিবুল হাসান (রকি) ও মো: রকিবুল হাসান।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে