শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু বিসিবি’র
August 17th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৬ আগস্ট: বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্পের জন্য বাছাই করা প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের পাশাপাশি কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্টাফদেরও করোনা পরীক্ষা করানো হবে। তিনটি পর্বে সম্পাদিত হবে এই পরীক্ষা।
রোববার প্রথম দিনে ১৫ ক্রিকেটার ও ১২ সাপোর্টিং স্টাফের নমুনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘ধাপে ধাপে ৬৫ জন খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করানো হবে।’
জাতীয় এবং হাইপারফরম্যান্স দলের খেলোয়াড়দেরও শ্রীলংকা সফরের আগে কোভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করানো হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে