-
অভিষেকেই আর্চারের ৩ উইকেট: মুম্বাইয়ের সংগ্রহ ১৬৭ রান
April 22nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
জয়পুর, ২২ এপ্রিল: আইপিএলের অভিষেক ম্যাচে তিন উইকেট শিকার করেছেন রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চার। এর ফলে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৭ রানের বেশি এগুতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স।
সুর্যকুমার যাদব এবং ইশান কিশানের অর্ধশত রানের ওপর ভর করে ১৬৭ রান করতে সক্ষম হয় মুম্বাই। উদ্বোধনী ব্যাটসম্যান যাদব ৪৭ বলে ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৭২ রান করেন। অপর ব্যাটসম্যান ইশান কিশান ৪২ বলে করেন ৫৮ রান।
কাইরন পোলার্ড ২২ রানে অপরাজিত থাকেন।
মুম্বাইয়ের তিন ব্যাটসম্যান এভিন লুইস, অধিনায়ক রোহিত শর্মা এবং ম্যাকক্লেনাঘান রানের খাতা খুলতে পারেননি।
রাজস্থানের বোলার জোফ্রা আর্চার একাই শিকার করেন ৩ উইকেট। ৪ ওভার বল করে ২৩ রান দেন আর্চার। এছাড়া ধাওয়াল কুলকার্নি দুটি এবং জয়দেব উনাদকাট একটি উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে