-
অলিম্পিয়াড দেখার টিকিট পেলেন শাওন
June 18th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ১৮ জুন : ফিদে বিশ্ব দাবা অলিম্পিয়াড দেখার সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশ চেস এরিনার শাওন চৌধুরী। আর এই সুযোগটা করে দিয়েছে স্বয়ং বিশ্ব দাবা সংস্থা ফিদেই।
আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে) আয়োজিত চেস.কম অনলাইন প্লাটফরমে মাসব্যাপী ‘ফিদে চেকমেট করোনাভাইরাস’ টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে শাওন শীর্ষ ৬৪ জনের একজন হওয়ায় এই সুযোগ পেয়েছেন।
রাশিয়ার খান্তিমানসিস্কোয় ২০২১ সালে বিশ্ব দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াড দেখার জন্য শাওনকে ফিদে এয়ার টিকিট, অ্যাক্রিডিটেশন কার্ডসহ অন্যান্য আতিথেয়তা দেবে।
সারা বিশ্ব থেকে সর্বমোট ৬৪ জনকে লটারির মাধ্যমে ফিদে পুরস্কার হিসেবে এই সুযোগ করে দিযেছে। বাংলাদেশ থেকে একমাত্র শাওনই প্রতিনিধি হিসাবে এ সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য বাংলাদেশ চেস এরিনার প্রতিষ্ঠাতা সদস্য শাওন চৌধুরী বর্তমানে ইনডিপেন্ডেন্ট টিভি’তে কর্মরত রয়েছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ