শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
অষ্টম এশিয়ান ওমেন্স ইয়ুথ হ্যান্ডবলে বাংলাদেশ নবম
August 28th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
জয়পুর (ভারত), ২৮ আগস্ট: অষ্টম এশিয়ান ওমেন্স ইয়ুথ হ্যান্ডবলে ১০ দলের মধ্যে বাংলাদেশ নবম স্থান দখল করেছে।
‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বের সবক’টি ম্যাচে হেরে যাওয়ায় গ্রুপের তলানিতে স্থান পায়। এতে নবম-দশম স্থানের লড়াইয়ে গ্রুপ ‘বি’র তলানিতে থাকা মঙ্গোলিয়ার মুখোমুখি হয়।
আজ জয়পুরে বাংলাদেশ যুব মহিলা হ্যান্ডবল দল ৩৬-১৭ গোলে মঙ্গোলীয়া যুব মহিলা হ্যান্ডবল দলকে পরাজিত করে নবম স্থান অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-০৮ গোলে এগিয়ে ছিল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে