শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
অসহায় ও দুস্থদের পাশে রাগবি
May 14th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৪ মে : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় ও দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছে। ফেডারেশনটি তাদের সাধ্যমতো খেলোয়াড়, প্রশিক্ষক, সংগঠক এবং অসহায় ও দুস্থদের নানাভাবে সহায়তা করে যাচ্ছে।এ নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এ পর্যন্ত ৩০ জন ক্রীড়াবিদকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। এর বাইরে অসহায় ও দুস্থ ৭২২ জনের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পাশাপাশি জেলা পর্যায়ের স্বচ্ছল রাগবি সংগঠক, প্রশিক্ষক ও খেলোয়াড়রা নিজস্ব উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ