শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
অসিদের হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড
January 24th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
এডিলেড, ২৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটিতে জিতে সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। এখন ইংলিশদের লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা। এমনটাই জানিয়েছেন ইংলিশ পেসার ক্রিস ওকস।
অ্যাশেজে ৪-০ ব্যবধানে হেরে যাওয়া ইংলিশ পেসার ক্রিস ওকস পরবর্তী দুই ম্যাচেও জয়ী হয়ে নিজ মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে চান।
ওকস বলেন, ‘ প্রথম তিন ম্যাচে জেতায় আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং জয় একটা অভ্যাস, সুতরাং শেষ দুই ওয়ানডে জিতে অস্ট্রেলিয়াকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে চাই।’
ওয়ানডে সিরিজে ব্যাট-বল উভয় বিভাগেই দারুণ উপভোগ করছেন ওকস এবং দারুণ ফর্মে আছে ইংল্যান্ড দলও।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে