-
অসুস্থ পেলেকে দেখতে হাসপাতালে নেইমার
April 9th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪.কম
প্যারিস (ফ্রান্স) : ৯ এপ্রিল ২০১৯প্যারিসের একটি হাসপাতালে গত ৩ এপ্রিল থেকে চিকিৎসারত ব্রাজিলিয়ান কিংবদন্তি অসুস্থ পেলেকে সোমবার দেখতে গিয়েছিলেন নেইমার।
প্যারিস সেইন্ট-জার্মেই ফরোয়ার্ড ইন্সটাগ্রামে এসময় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে হাস্যরত পেলের দুই হাত ধরে রেখেছেন নেইমার।
এদিকে ৭৮ বছর বয়সী পেলেকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং শিগগিরই তিনি ব্রাজিলে ফিরে যাবেন বলে ব্রাজিলিয়ান গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে।
গত বুধবার তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে মূত্রনালীর সংক্রমন নিয়ে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফ্রেঞ্চ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের সাথে একটি প্রোমোশনাল ইভেন্টে অংশ নিতে ঐ সময় পেলে প্যারিসে ছিলেন।
পেলে শনিবারই হাতপাতাল থেকে বাড়ি ফেরার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্ত আরো কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে ছাড়পত্র দেয়া হয়নি। পেলের পারিবারিক সূত্রে জানা গেছে তার শরীরে প্রদাহ ততটা গুরুতর নয় এবং বর্তমানে সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে।বাসস
বিডিস্পোর্টস২৪.কম/এমএ