-
আইপিএলের এক যুগে সেরা বোলার মালিঙ্গা
April 21st, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
মুম্বাই, ২১ এপ্রিল: বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি’র আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২ বছরের ইতিহাসে ১০ সেরা বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের দুইজন৷ এ দু’জন হলেন ভুবনেশ্বর কুমার এবং জাসপ্রিত বুমরাহ৷ কিন্তু এ দু’জনকে টপকে সেরার সেরা হলেন ডানহাতি লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা৷
নারিন, ভুবি ও বুমরাহের থেকে মালিঙ্গাকে সেরা বাছার কারণ পরিসংখ্যাানে দেখা যায় আইপিএলের দ্বাদশ সংস্করণ পর্যন্ত ১২২টি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার এই বোলার৷ ১৭০টি উইকেট নিয়েছেন মালিঙ্গা। আইপিএল-এর মতো মেগা টুর্নামেন্টে যেখানে ব্যাটসম্যানদেরই দাপট দেখা যায়। সেখানে মালিঙ্গা বল হাতে বহু ম্যাচ জিতিয়েছেন তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্সকে।
মালিঙ্গার সঙ্গে টক্কর দিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন৷ কলকাতা নাইটরাইডার্সের নারিনও তাঁর দলকে বল হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন৷ তবে তাঁকে ছাপিয়ে সেরার সেরা বোলারের খেতাব জিতে নিয়েছেন মালিঙ্গা৷
নারিনের আগে মালিঙ্গাকে রাখার কারণ হিসেবে পিটারসেন বলেন, ‘মালিঙ্গাকেই আমি সেরা বলব। ধারাবাহিকভাবে ইয়র্কার দিয়ে গিয়েছে ও। তাছাড়া মালিঙ্গার নামের পাশে উইকেটের সংখ্যাও অনেক। তবে মালিঙ্গার কাছাকাছি থাকবে সুনীল নারিন। কিন্তু স্পিন-সহায়ক পিচে সাহায্য পেয়েছে নারিন৷ তাছাড়া সন্দেহভাজন বোলিং অ্যাকশনের জন্য অতীতে ওকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নারিনকে তাই সব দিক বিচার করে আমার চোখে লঙ্কান পেসার মালিঙ্গাই সেরা৷’
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে