-
আইপিএলের সূচি চূড়ান্ত, উদ্বোধনী ম্যাচে মুম্বাই-চেন্নাই মুখোমুখি
September 6th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ৬ সেপ্টেম্বর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগেই জানানো হয়েছিল শুরু ও শেষ সময়। রোববার চূড়ান্ত হল পুরো টুর্নামেন্টের ম্যাচ সিডিউল।
আগের ঘোষণা অনুযায়ী ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে আইপিএলের। আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে করোনার হানায় বিপর্যস্ত ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
দুই খেলোয়াড়সহ চেন্নাই শিবিরের মোট ১৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আসর থেকে সরে দাঁড়িয়েছেন চেন্নাইয়ের দুই অভিজ্ঞ খেলোয়াড় সুরেশ রায়না ও হরভজন সিং। এত কিছুর পরও উদ্বোধনী ম্যাচেই নামতে হচ্ছে সবার শেষে অনুশীলন শুরু করা চেন্নাইকে।
লিগ পর্বের ২৪টি ম্যাচ হবে দুবাইয়ে, ২০টি আবুধাবি ও ১২টি শারজায়। প্লে-অফ ও ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
ভারতে মহামারী করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় এ বছর আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে