-
আইসোলেশনে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত স্মিথ
April 22nd, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
সিডনি, ২২ এপ্রিল: দেশের হয়ে খেলা ক্রিকেটাররা এতদিন বাড়িতে কোনো সময় কাটায়নি৷ কিন্তু করোনার কারণে এখন ঘরবন্দি বিশ্বের নামিদামি ক্রিকেটাররা৷ বাড়িতে থেকেও কোনো কারণ ছাড়াই খবরের মধ্যে থাকছেন ক্রিকেটাররা৷ তা সে পরিবারের সঙ্গে মজার ছবি পোস্ট করেই হোক, বা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষকে সচেতন করেই হোক৷
স্টিভ স্মিথ বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি আইসোলেশন ব্যাটিং অনুশীলনে ব্যস্ত। করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে চলছে লকডাউন। এর মধ্যেই নিজেদের ফিট রাখতে ট্রেনিং করছেন ক্রিকেটাররা৷ প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথকে তাঁর অনুশীলন থেকে দূরে রাখতে পারেনি। এই পরিস্থিতিতে তিনি মন দিলেন ব্যাটিংয়ে চোখ ও হাতের বোঝাপড়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাট দিয়ে টানা দেওয়ালে বল মারছেন বল। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে স্মিথ লেখেন, ‘কিছুটা #isobatting চেষ্টা করলাম৷ যাতে হাত ও চোখের বোঝাপড়া ঠিক থাকে। বিশ্বজুড়ে ক্রিকেটাররা গৃহবন্দি হয়ে থাকলেও ফিটনেসের সঙ্গে কোনো ছাড় রাখছেন না। সকলেই সুযোগ মতো তাঁদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করে যাচ্ছেন।
কয়েকদিন আগেই নিজের বাড়িতে জিম করার ছবি পোস্ট করেছিলেন রোহিত শর্মা৷ বাড়ির কাজে স্ত্রীকে সাহায্য করার পাশাপাশি ফিটনেসের উপরও নজর দেন টিম ইন্ডিয়ার ডানহাতি ওপেনার৷ ফিটনেস করতে দেখা গিয়েছে ভারতীয় দলের বাকি ক্রিকেটারদেরও৷
লকডাউনে বিশ্বের বাকি ক্রিকেটারদের মতোই স্মিথও সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গেই। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারা বিশ্বই এখন লকডাউনের আওতায়৷ ফলে বন্ধ হয়ে রয়েছে সব ধরনের ক্রিকেট। ফলে ক্রিকেটাররা অনেকবেশি তাঁরা সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তার মাধ্যমেই ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারকা ক্রিকেটাররা৷
লকডাউনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সব ক্রিকেটারই৷ কারণ ক্রিকেটের থেকেও জীবন যে আগে তা জানাতে ভোলেননি তাঁরা৷ তবে একদিন ফের বাইশ গজে ফেরার বিষয়ে আশাবাদী তাঁরা।
সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের আয়োজন করা পডকাস্টে ইশ সোধির সঙ্গে আলোচনায় স্মিথ বলেন, ‘বিশ্বকাপ, অ্যাশেজের পর টানা সিরিজ খেলে আমরা ক্লান্ত ছিলাম৷ সুতরাং এই ব্রেক মন্দ নয়৷ তবে আশা করব, দ্রুত আমরা সবাই আবার মাঠে ফিরতে পারব। আমি খেলায় ফিরতে মুখিয়ে রয়েছি।’
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে