-
আজ জিতলেই ফাইনালে বাংলাদেশ
April 25th, 2018স্পোর্টস রিপোর্টার, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ এপ্রিল ২০১৮ : বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে আজ বুধবার জয় পেলেই স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠবে।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ অাজ বিকেল পাঁচটায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল কিরগিজস্তানকে মোকাবেলা করবে।
লাল-সবুজের দল ‘এ’ গ্রুপে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে নেপাল ও মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে।
বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছিল। অন্যদিকে প্রতিপক্ষ কিরগিজস্তান ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে ০-৩ সেটে তুর্কিমেনিস্তানের কাছে শোচনীয় ভাবে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ৩-২ সেটে উজবেকিস্তানকে হারিয়ে শেষ চারে উঠে আসে।
অপর সেমিফাইনালে বিকেল তিনটায় তুর্কিমেনিস্তান ও নেপাল একে অপরের মুখোমুখি হচ্ছে। তুর্কিমেনিস্তান গ্রুপের দুটি ম্যাচেই দারুণ খেলে অপরাজিত থেকে সেমির টিকিট পায়।
তুর্কিমেনিস্তান গ্রুপ পর্বে ৩-০ সেটে কিরগিজস্তানকে ও উজবেকিস্তানকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আর নেপাল ‘এ’ গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনালে লড়ছে।
নেপাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-৩ সেটে বাংলাদেশের কাছে হেরেছিল। শেষ ম্যাচে ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ