-
আজ মঙ্গলবার রাতে ওমান যাচ্ছে হকি দল
March 6th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৬ মার্চ ২০১৮ : এশিয়ান গেমস হকির বাছাই পর্বে অংশ নিতে আজ মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয় হকি দল ওমানের উদ্দেশ্য ঢাকা ছাড়ছে।ইন্দোনেশিয়ার মূল পর্বে খেলার লক্ষে আগামী বৃহস্পতিবার থেকে এ আসর মাঠে গড়াবে। বাছাই পর্বে দুটি গ্রুপে মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে থাইল্যান্ড, হংকং ও আফগানিস্তানের সাথে লড়বে। অন্যদিকে স্বাগতিক ওমান ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলংকা, চাইনিজ তাইপে ও কাজাখস্তানের সাথে।
৫টি দল বাছাই পর্ব থেকে এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। লাল-সবুজের দেশের লক্ষ্য শিরোপা জয়। এ টুর্নামেন্টে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। তাই ট্রফি ধরে রাখতে গত দুই মাস ধরে জাতীয় দল অনুশীলনে।
তেজগাঁওস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে সোমবার জাতীয় দলের জার্সি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে কোচ মাহবুব হারুন ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছুতে ওমান বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশ ৯ মার্চ প্রথম ম্যাচ থাইল্যান্ডের সাথে, ১১ মার্চ দ্বিতীয় ম্যাচে হংকং এবং গ্রুপের শেষ ম্যাচ ১৩ মার্চ আফগানিস্তানের সাথে মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ