-
আজ মালদ্বীপকে হারালেই সেমিফাইনালে বাংলাদেশ
April 23rd, 2018স্পোর্টস রিপোর্টার, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৩ এপ্রিল ২০১৮ : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ আজ সোমবার বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনাল উনিশ্চিত করবে।বাংলাদেশ-মালদ্বীপের এ গুরুত্বপূর্ণ খেলাটি মিরপুর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে। এর আগে বিকেল তিনটায় উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান একে অপরের সাথে মোকাবেলা করবে।
লাল-সবুজের দেশ উদ্বোধনী দিনে শনিবার প্রথম ম্যাচে নেপালকে ৩-১ সেটে পরাজিত করে শুভ সূচনা করে। যে কারণে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলেই শেষ চারে জায়গা করে নেবে।
এ ম্যাচ জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই স্বাগতিকরা সেমিফাইনাল নিশ্চিত করবে। এ ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প কোন পথও খোলা নেই।
প্রথম ম্যাচে নেপালকে হারানোর পর আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে কোচ আলীপোর আরজির শিষ্যদের। মালদ্বীপের ম্যাচটিকে সামনে রেখে রোববার হালকা অনুশীলন করেছেন হরষিতরা।
অনুশীলন শেষে বাংলাদেশ অধিনায়ক হরষিত বিশ্বাস বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। গতবারের আসরে মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছিলাম। এবারও আমাদের লক্ষ্য তাদের কোনো সুযোগ না দিয়ে ম্যাচ জেতা।’
নেপালের চেয়ে মালদ্বীপ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, ‘তবে বড় টুর্নামেন্টে অনেক কিছুই হতে পারে। তাই আমরা কোনো দলকেই হালকা ভাবে নিচ্ছি না।
নেপালকে হারানোর পর দলের প্রত্যেকে ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার পেয়েছি। এ উৎসাহ, অনুপ্রেরণা আমাদের মালদ্বীপের বিপক্ষে ভালো খেলতে সহায়তা করবে।’
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ