-
আট দেশের সাথে রাজশাহী দাবা একাডেমির স্মারকচুক্তি স্বাক্ষর
October 30th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা : ৩০ অক্টোবর ২০১৯রাজশাহী দাবা একাডেমি ও শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার ও সংগ্রহশালার চারজন সদস্য ভিয়েতনামের হ্যানয়ে ‘চতুর্থ শিল্প বিপ্লব পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনারে সম্প্রতি অংশগ্রহণ করেন। দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলার সহকারী জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম আলমগীর।
এ সেমিনারে আমেরিকা, ভিয়েতনাম. চায়না, তাইওয়ান, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার আটটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রাজশাহী দাবা একাডেমি ও শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার ও সংগ্রহশালার মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা হয়। এর ফলে এ আটটি প্রতিষ্ঠানের সাথে রাজশাহী দাবা একাডেমি ও ক্রীড়া পাঠাগারের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ