-
আন্তঃজেলা মহিলা ভলিবলে রাজশাহী চ্যাম্পিয়ন
July 7th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৭ জুলাই: পপুলার লাইফ ইন্সুরেন্স ১৭তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা। গতকাল পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী জেলা ২৫-২৩, ২৮-২৬, ২৫-২০, পয়েন্টে ৩-০ সেটে পাবনা জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে ফাইনালে হেরে যাওয়ায় রানার্স আপেই সন্তুষ্ট থাকতে হয় গতবারের চ্যাম্পিয়ন পাবনা জেলাকে।
একই মাঠে ৩য় স্থান নির্ধারণী খেলায় খুলনা জেলা ২৫-১৭, ২৫-১৩, ২৫-১৫ পয়েন্টে ৩-০ সেটে রাজবাড়ী জেলাকে পরাজিত করে ৩য় স্থান অধিকার করে।
ফাইনাল খেলা শেষে গতকাল শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ। তাসফীন আহমেদ, পরিচালক, ইফাদ গ্রæপ, আসাদুজ্জামান কোহিনূর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এ সময় উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর সকল কর্মকর্তাবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দা জান্নাত আরা, এসপি, সিআইডি, বাংলাদেশ পুলিশ।
টুর্নামেন্টে বেস্ট অ্যাটাকারের পুরস্কার পেয়েছেন রাজশাহী জেলার লাকী খাতুন। বেস্ট সেটার পাবনা জেলার সাহীদা পারভীন ময়ুরী এবং বেস্ট ডিফেন্ডারের পুরস্কার জেতেন খুলনা জেলা রুবিনা সুলতানা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে