-
আন্তঃজেলা মহিলা ভলিবল কাল শুরু
July 1st, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১ জুলাই: আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ১৭তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০১৮”। পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেল পাঁচটায় পাঁচদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), আইজিপি, বাংলাদেশ পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আতিকুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দা জান্নাত আরা, এসপি, সিআইডি, বাংলাদেশ পুলিশ।
প্রতিযোগিতা উপলক্ষে আজ বেলা ১১.০০টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ডাচ্ বাংলা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন। মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান সৈয়দা জান্নাত আরা এবং পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ আলমগীর ফিরোজ, মহিলা ভলিবল কমিটির সম্পাদক নিবেদিতা দাস এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা চলবে। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স্ আপ দল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ৪ জুলাই একই দিন চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। ৫ জুলাই দুটি সেমিফাইনাল এবং ৬ জুলাই তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো ৯ লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১০ হাজার টাকা, রানার্স্ আপ দল পাবে ৭ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ৫ হাজার টাকা। এছাড়া তিন সেরা খেলোয়াড়দের দেয়া হবে ২ হাজার টাকা করে।
অংশগ্রহণকারী দলগুলো হলো:
গ্রুপ-ক: পাবনা, কুষ্টিয়া ও চট্টগ্রাম।
গ্রুপ-খ: রাজশাহী, নড়াইল ও ঝিনাইদহ।
গ্রুপ-গ: রাজবাড়ী, খাগড়াছড়ি ও নেত্রকোনা।
গ্রুপ-ঘ: খুলনা, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে