-
আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে সালমান
July 26th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৬ জুলাই: আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সালমান খান।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ব্যাডমিন্টন দলের খেলোয়াড় সালমান খান ভারতের শুভকে ২-০ সেটে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন।
আগামীকাল শুক্রবার সেমিফাইনালে নেপালের খেলোয়াড় কৃপেশ জামীর মুখোমুখি হবেন বাংলাদেশের সালমান খান।
তিন সদস্যের বাংলাদেশ ব্যাডমিন্টন দল ‘অন্নপূর্ণা মিডিয়া কর্পোরেট ইনভাইটেশনাল ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এ অংশগ্রহণ করছে। বাংলাদেশ দলের সদস্যরা হলেন- বাংলাদেশের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সালমান খান, পারভেজ ও প্রবাল।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ এই চারটি দেশ অংশগ্রহণ করছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে