-
আফগানদের রান টপকাতে ১৭৪ রান দরকার বাংলাদেশের
March 13th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
নইদা (ভারত), ১৩ মার্চ: ভারতের নইদায় আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের মধ্যকার তিনদিনের ক্রিকেট ম্যাচ। টস জিতে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে করেছে ২৩৭ রান। ওভার মোকাবেলা করেছে ৭৩.২। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে প্রথম দিন শেষে করেছে ২ উইকেটে ৬৩। ওভার মোকাবেলা করেছে ১৪টি। আফগানিস্তানের রান টপকাতে এখনো বাংলাদেশের প্রয়োজন ১৭৪ রান।
টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান উদ্বোধনী জুটিতে সুলিমান আরবজাই ও অধিনায়ক ইজাজ ৯২ রানের পার্টনারশিপ গড়েন। সুলিমান আরবজাই ৬৫ রান করে আউট হন। দ্বিতীয় উইকেটে ইজাজ ও বাসির খান ৭০ রানের আরো একটি পার্টনারশিপ গড়েন। বাসির খান আউট হন ২১ রান করে।
তৃতীয় উইকেটে ইজাজ ও আব্দুল কাদির ৫৪ রানের আরো একটি পার্টনারশিপ গড়েন। অধিনায়ক ইজাজ ১৮২ বলে ১০০ রান করে আউট হন।
এরপর বাংলাদেশের বোলারদের দাপটে মাত্র ২১ রানে বাকি সাত উইকেটের পতন ঘটে আফগানিস্তানের। ৪ আফগান ব্যাটসম্যান রানের খাতাও খুলতে পারেননি। এরা হলেন- কামরান হোতাক, খাইবার, নাভিদ শাফি ও নাভিদ আহমেদ।
বাংলাদেশের বোলারদের মধ্যে বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ৩৯ রান খরচায় একাই শিকার করেন ৫ উইকেট। এছাড়া ২ উইকেট নেন রিশাদ হোসেন।
প্রথম দিনের শেষ দিকে বাংলাদেশ ১৪ ওভার মোকাবেলায় ২ উইকেটে ৬৩ রান করে দিন শেষ করে। ফলে ১৭৪ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ফাইয়াজ হাবিব ১৩ ও মো: তাহসিন ০ রানে বিদায় নেন। প্রান্তিক নওরোজ নাবিল ৪৬ রানে অপরাজিত রয়েছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুটি তিনদিনের এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। দ্বিতীয় তিনদিনের ম্যাচটি হবে হবে আগামী ১৮-২০ মার্চ। আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ মার্চ দেশে ফিরে আসবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে