-
আফরোজা খানম বাবলী এককভাবে শীর্ষে
March 7th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৭ মার্চ: শমসের আলী ৩য় ফিদে রেটিং মহিলা দাবার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৩ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- তিতাস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, লিওনাইন চেস ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নোশিন আঞ্জুম।
চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৫ জন খেলোয়াড়। এরা হলেন- অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ালিজা আহমেদ, মহিলা দাবা সমিতির জান্নাতুল ফেরদৌস, সামিহা চৌধুরী ও মুশফিকা জান্নাত সাওরী।
আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে ষষ্ঠ রাউন্ডের খেলায় বাবলী ইভাকে, রানী হামিদ জাকিয়াকে, জান্নাত সাদিয়া আফরীন সামিয়াকে ও সাওরী কাজী জারিন তাসনিমকে পরাজিত করেন। নোশিন ওয়ালিজার সাথে, জাহানারা হক রুনু সামিয়ার, সাবিকুন নাহার তনিমা ইশরাত জাহান দিবার সাথে ও নুশরাত জাহান আলো ঠাকুর জানিয়া হকের সাথে ড্র করেন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর বেলা ২.০০টা হতে সপ্তম বা শেষ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে