-
আফ্রিদিকে নিয়ে যা বললেন শোয়েব
April 27th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
করাচি, ২৭ এপ্রিল : পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি সর্ম্পকে অনেক দিন পর একটি চমৎকার মন্তব্যই করলেন।তিনি মনে করেন আফ্রিদি ওয়ানডে এবং টি-টোয়েন্টির চেয়েও টেস্টে একজন ভাল ক্রিকেটার ছিলেন।নিজের ইউটিউব চ্যানেলে আফ্রিদির প্রশংসা করে আখতার বলেন, ‘আফ্রিদি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। যদি সে টেস্ট খেলতো, তবে আরও ভাল করতে পারতো ।’
ওয়ানডের চেয়ে টেস্টে আফ্রিদি ভাল ক্রিকেটার বলে উল্লেখ করে আখতার বলেন, ‘আমি সব সময়ই বলেছি ওয়ানডের তুলনায় টেস্টেই বেশি ভাল আফ্রিদি। আফ্রিদিকেও এটি বলেছি আমি। টেস্ট নিয়ে তাকে উৎসাহ দিয়েছি।’
ব্যাটিংয়ের চেয়ে আফ্রিদির বোলিং বেশি শক্তিশালী বলে মনে করেন আখতার, ‘আমি বিশ্বাস করতাম, ব্যাটিংয়ের চেয়ে আফ্রিদির বোলিংটাই অনেক বেশি শক্তিশালী। তার বোলিংয়ে বৈচিত্র্য ছিল। পরিস্থিতি অনুযায়ী উইকেট শিকার করতে পারতো সে।’
টেস্ট ছেড়ে ওয়ানডে খেলাটা আফ্রিদির উচিত হয়নি বলে জানান আখতার। তিনি বলেন, ‘২০১০ সালে টেস্ট ক্রিকেট ছাড়েন আফ্রিদি। টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়া ঠিক হয়নি তার। টেস্টে তো ভাল করেছে সে। কিন্ত সে নিজের ইচ্ছায় টেস্ট ছেড়ে দেয়। কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পছন্দ করতো আফ্রিদি।’
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ