শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
আবারও পিএসজিকে জেতালেন নেইমার
September 29th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
প্যারিস, ২৯ সেপ্টেম্বর: আবারও পিএসজিকে জেতালেন নেইমার। পিএসজি’র এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের একমাত্র গোলে বোর্দোর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা। সেইসাথে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও দখল করেছে পিএসজি।
দুই দলের মধ্যকার খেলাটির প্রথমার্ধ শেষ হয় ০-০ অমীমাংসিতভাবে।
অবশেষে ৭০ মিনিটে পিএসজিকে কাঙ্ক্ষিত গোল উপহার দেন নেইমার। এ সময় পিএসজির ফরাসি বদলি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের ক্ষিপ্রগতিতে বাড়ানো বলে বোর্দোর জালে বল পাঠাতে ভুল করেননি নেইমার (১-০)।
এ ম্যাচ জয়ের ফলে ৮ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। অপরদিকে সমসংখ্যক খেলায় ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বোর্দো।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে