-
আবাহনী গ্রুপ চ্যাম্পিয়ন
January 25th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ জানুয়ারি : ঢাকা আবাহনী লিমিটেড ওয়ালটন স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আজ বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে তারা ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৬৬ মিনিটে আত্মগাতি গোল থেকে জয়সূচক গোল পেয়েছে আবাহনী। গোলটি করেন শেখ রাসেলের খালেকুজ্জামান সবুজ। প্রথমার্ধ অবশ্য গোল শূন্য ড্র ছিল। যদিও এক ম্যাচ আগেই দল দুটি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল।
আজ ছিল তাদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই। শুরুতে শেখ রাসেল আক্রমণাত্বক হয়ে উঠলেও এক পর্যায় প্রতিপক্ষ আবাহনীর নিয়ন্ত্রণে ম্যাচ চলে যায়। তারই ধারাবাহিকতায় ধানমন্ডির দলটি এগিয়ে যায়।
এর আগে ১১ মিনিটে গোলমুখি শট শেখ রাসেলের রাব্বি পা ছোঁয়াতে ব্যর্থ হন। পাল্টা আক্রমণে এসে আবাহনীর নাবিবের পাস থেকে সাদের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বার ঘেষে বাইরে চলে যায়।
এর পর ৫৭ মিনিটে সম্ভাব্য গোল থেকে শেখ রাসেল বঞ্চিত হয়। রাব্বির গোলমুখি দুর্দান্ত শট গোলরক্ষক শাকিল দৃঢ়তার সাথে পাঞ্চ করে দলকে বিপদমুক্ত করেন।
তবে ৬৬ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে গোলের দেখা পেয়ে যায় আবাহনী। গোলরক্ষক বিপ্লবের ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে এ গোল হয়।
আগামিকাল শুক্রবার বিকেল চারটায় আরামবাগ ক্রীড়া সংঘ ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড ‘ডি’ গ্রপের শেষ ম্যাচে মোকাবেলা করবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ