শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
আবু হানিফ চ্যাম্পিয়ন
August 31st, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩১ আগস্ট: উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত “৬২তম ইউসিসিসি অনলাইন ব্লিট্জ টুর্নামেন্ট”এ আবু হানিফ চ্যাম্পিয়ন হয়েছেন। আর রানার্স আপ হয়েছেন মোঃ মঞ্জুর আলম। তৃতীয় হয়েছেন অভিক সরকার।
গতকাল রোববার রাত ৯:০০টা থেকে এরিনা পদ্ধতিতে লিচেসে আয়োজিত এই টুর্নামেন্টে ৭৮ জন দেশি-বিদেশি দাবাড়ু অংশগ্রহণ করেন।
চ্যাম্পিয়ন হওয়ার পথে আবু হানিফ ১৯ খেলায় সর্বোচ্চ ৪৫ পয়েন্ট অর্জন করেন। রানার্স আপ মঞ্জুর আলম ১৮ খেলায় ৩৮ এবং তৃতীয় অভিক ২০ খেলায় ৩৩ পয়েন্ট অর্জন করেন।
৩১ পয়েন্ট করে পেয়ে মতিউর রহমান মামুন চতুর্থ, ২৭ পয়েন্ট পেয়ে কামরুল হাসান মিল্টন পঞ্চম, ২৬ পয়েন্ট পেয়ে মোঃ আসাদুজ্জামান ষষ্ঠ এবং ২৫ পয়েন্ট পেয়ে জুয়েল খান সপ্তম হন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে