-
আমরা জয়যাত্রা অব্যাহত রাখতে চাই: ছোটন
September 19th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৯ সেপ্টেম্বর: আমাদের আজকের জয়টা জরুরি ছিলো। আমরা জয়যাত্রা অব্যাহত রাখতে চাই। আজ দুপুরে কমলাপুর স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এমনটাই বললেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের হেড কোচ গোলাম রাব্বানী ছোটন।
তিনি বলেন, প্রথম খেলায় বাহরাইনকে ১০-০ গোলে হারিয়েছি। আজ দ্বিতীয় ম্যাচে আমাদের প্রয়োজন ছিল শুধু জয়। আমার মেয়েরা ভালো খেলে লেবাননকে ৮-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে আমরা লিগ টেবিলের শীর্ষে আছি।
প্রচণ্ড গরমের মধ্যেও আমার মেয়েরা পুরো ৯০ মিনিট প্রতিপক্ষ লেবাননের উপর চড়াও হয়ে খেলেছে। আমরা জয়যাত্রা অব্যাহত রাখতে চাই।
বাংলাদেশের স্ট্রাইকার তহুরা বলেন, আমরা ভালো খেলে বড় জয় পেয়েছি।
আজ ২ গোল করা সাজেদা বলেন, টিম জিতেছে এতে আমি খুশি। গত ম্যাচে বদলি হিসেবে নেমেছিলাম। আজ প্রথম থেকেই মাঠে ছিলাম। সামনেও আমরা জয় পেতে চাই।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে