-
আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ দেই: প্রধানমন্ত্রী
July 9th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৮ জুলাই: বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে না পারলেও দল ভালো খেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮ জুলাই সোমবার চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
তিনি বলেন, “চীনে বসে সরকারি কাজ করার পাশাপাশি আমি খেলা দেখেছি। মাঠে কী সবাই খুব খারাপ খেলেছে? খেলেনি।”
“বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে,” মন্তব্য প্রধানমন্ত্রীর।
বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, “বিভিন্ন নামি-দামি দলের জাঁদরেল সব খেলোয়াড়দেরকে তারা মাঠে মোকাবেলা করেছে। ওই খেলোয়াড়দের সবাই খুবই বড় মাপের। (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ৩৮২ রানের লক্ষ্য তাড়া করে ৩৩৩ রান তোলাটা মোটেও সহজ না।”
“আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ দেই। আমি কখনোই খেলোয়াড়দের নিরুৎসাহিত করি না,” যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে