-
আরও চারটি নতুন হকির টার্ফ!
March 27th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৭ মার্চ: বাংলাদেশে হকির টার্ফ রয়েছে মাত্র তিনটি। একটি মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। বাকি দুটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে।
হকির উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের চারটি এলাকায় আরো চারটি হকির টার্ফ বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে। আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রিন্সিপাল লে. কর্নেল ইমরান ইবনে রউফ।
তিনি বলেন, বেলজিয়ামে যেখানে ৩০০ থেকে ৩৫০ হকির টার্ফ রয়েছে সেখানে বাংলাদেশে রয়েছে মাত্র তিনটি।
তিনি বলেন, চারটি টার্ফের মধ্যে দুটি বসছে সাভার ও বগুড়ায়। এছাড়া চট্টগ্রাম কিংবা কুমিল্লায় একটি এবং বাকিটি অন্য জেলায়। তিনি বলেন, সাভারের টার্ফ বসানোর কাজের ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে।
এই চারটি টার্ফ নির্মিত হলে হকির উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে