-
আরচ্যারীর ১৭ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ
August 17th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৭ আগস্ট: প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে প্রায় ৫ মাচ ধরে সারাদেশে খেলাধুলা বন্ধ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলাধুলার অনুমতি দিয়েছে ক্রীড়া ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই আলোকে করোনা পরীক্ষার জন্য আরচ্যারী ফেডারেশন আজ ১৭ জনের নমুনা সংগ্রহ করেছে।
গতকাল ১ম ধাপে জাতীয় আরচ্যারী দলের রিকার্ভ ডিভিশনের ৮ (আট) জন পুরুষ আরচ্যার টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে রিপোর্ট করেছেন।
আজ সকালে জাতীয় আরচ্যারী দলের ৮ (আট) জন আরচ্যার, ২ (দুই) জন প্রশিক্ষক, ১ (এক) জন প্রশিক্ষণ সহকারী, ২ (দুই) জন ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্রের ৬ জনের মধ্যে ৪ (চার) জন স্টাফসহ মোট ১৭ জনের কোভিড-১৯ পরীক্ষা করার জন্য বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের মেডিকেল কমিটির আহ্বায়ক ডা: মো: এহছানুল করিম এর তত্ত্বাবধানে এবং বিশেষ ব্যবস্থাপনায় স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নমুনা দেয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। প্রশিক্ষণ ক্যাম্পের আরো ২ জন স্টাফের কোভিড-১৯ পরীক্ষা করার জন্য আগামীকাল নমুনা দেয়া হবে।
একই হাসপাতালে দ্বিতীয় ধাপে আগামী ২৩ আগস্ট ৪ (চার) জন রিকার্ভ মহিলা আরচ্যার এবং ৩য় ধাপে ৩০ আগস্ট কম্পাউন্ড ডিভিশনের ৪ (চার) জন পুরুষ ও ২ (দুই) জন মহিলাসহ ৬ (ছয়) জন আরচ্যারের কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনা দেয়া হবে। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে