-
আরচ্যারী ওয়ার্ল্ড কাপ স্টেজ-৪এ অংশ নিচ্ছে বাংলাদেশ
July 15th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৫ জুলাই: জার্মানির বার্লিনে আগামী ১৬-২২ জুলাই পর্যন্ত ‘২০১৮ আরচ্যারী ওয়ার্ল্ড কাপ স্টেজ-৪’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আরচ্যারী দল এতে অংশগ্রহণ করছে।
১২ সদস্যের বাংলাদেশ আরচ্যারী দল গতকাল ভোর রাতে ঢাকা থেকে রওয়ানা হয়েছে। ০৬ জন পুরুষ ও ০২ জন মহিলা আরচ্যার রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে অংশগ্রহণ করবে। বাংলাদেশ আরচ্যারী দল আগামী ২৩ জুলাই ঢাকায় ফিরে আসবে। ১২ সদস্য বিশিষ্ট আরচ্যারী দল:
মোহাম্মদ আনিসুর রহমান-ম্যানেজার; কাজী রাফিদ ইবনে রাজীব-সহকারী ম্যানেজার; মার্টিন ফ্রেডারিক-প্রধান কোচ; মোহাম্মদ জিয়াউল হক-সহকারী কোচ; মো: রুমান সানা আরচ্যার-রিকার্ভ (পুরুষ), মোহাম্মদ ইমদাদুল হক মিলন-আরচ্যার-রিকার্ভ (পুরুষ), মোহাম্মদ তামিমুল ইসলাম-আরচ্যার-রিকার্ভ (পুরুষ), মো: ইব্রাহিম শেখ রেজোয়ান-আরচ্যার-রিকার্ভ (পুরুষ), নাসরিন আক্তার-আরচ্যার-রিকার্ভ (মহিলা), মো: আবুল কাশেম মামুন-আরচ্যার-কম্পাউন্ড (পুরুষ), অসীম কুমার দাস-আরচ্যার-কম্পাউন্ড (পুরুষ),বন্যা আক্তার-আরচ্যার-কম্পাউন্ড (মহিলা)
বাংলাদেশ আরচ্যারী দল উক্ত প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক ও কম্পাউন্ড মহিলা এককে প্রতিদ্বন্দ্বিতা করবে।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট-২০২০ পর্যন্ত অলিম্পিক সলিডারিটির আওতায় স্কলারশিপ পেয়ে মো: রুমান সানা ১৮ জুন-২০১৮ হতে সুইজারল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করছেন বিধায় সুইজারল্যান্ড থেকে বার্লিনে তিনি বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে