-
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা
July 23rd, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৩ জুলাই: আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫টি ওয়ানডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলতে আগামী ২৮ জুলাই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ১৬ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে থাকছেন মুমিনুল হক। আর টি২০ সিরিজে অধিনায়কত্ব করবেন সৌম্য সরকার।
সিরিজের শুরুতেই ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। ১, ৩, ৫, ৮ ও ১০ আগস্ট ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর ১৩, ১৫ ও ১৭ আগস্ট তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিন সপ্তাহের সফরশেষে আগামী ১৮ আগস্ট দেশে ফিরে আসবে বাংলাদেশ ‘এ’ দল।
১৬ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল: সৌম্য সরকার (অধিনায়ক টি২০ সিরিজ এবং সহ-অধিনায়ক ওয়ানডে সিরিজ), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক-ওয়ানডে সিরিজ), আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, আল-আমিন (জুনিয়র), জাকির হাসান, নাইম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান এবং তাসকিন আহমেদ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে