-
ইংলিশ লিগ কাপের শিরোপা অক্ষুণ্ন ম্যান সিটির
March 2nd, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ২ মার্চ: ইংলিশ লিগ কাপে স্বস্তির জয়ে শিরোপা অক্ষুণ্ন রেখেছে ম্যানচেস্টার সিটি। ফাইনালের মঞ্চে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা।
রোববার ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ২০ মিনিটে এগিয়ে যায় সিটি। ফিল ফোডেনের হেড করা বল নিখুঁত শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো। পরে ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। হেডে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
প্রথমার্ধের শেষ দিকে অবশ্য ব্যবধান কমায় অ্যাস্টন ভিলা। এমবাওয়ানা সামাটা হেডে গোলটি করেন। তবে বিরতির পর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জিতেই উৎসব করে সিটি।
সপ্তমবারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতে শীর্ষ রয়েছে লিভারপুল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে