-
ইউনিসেফ-এর উদাহরণ মুশফিকুর রহীম
August 14th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৪ আগস্ট: গেল মার্চ থেকে বাংলাদেশে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এরপর থেকে দেশের মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করেছেন দেশের ক্রিকেটাররা।
করোনা থেকে সতর্ক থাকতে বিভিন্ন সময়ে নিজের ফেসবুক পেইজে আহ্বান জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম।
এবার মুশফিকের সাথে দেশের মানুষকে সচেতন করতে মাস্ক ব্যবহারের আহ্বান জানালো দাতব্য সংস্থালয় ইউনিসেফ বাংলাদেশ।
ইউনিসেফ বাংলাদেশ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মুশফিক ও তার ছেলের মাস্ক পরা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘মাস্ক #করোনাভাইরাস রোধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই আমাদের সবার প্রিয় মুশফিকুর রহীমের (Mushfiqur Rahim) মতন সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহী করুন।
আমাদের সাথে যোগ দিন এবং আপনার সন্তানের মাস্ক পরা ছবি/ভিডিও শেয়ার করুন #WearAMask হ্যাশট্যাগ দিয়ে আর পাঠিয়ে দিন আমাদের ইমেইলে-unicefdhaka@gmail.com চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য আপনার বন্ধুদের মনোনীত করুন।’
ইউনিসেফ বাংলাদেশের দেওয়া সেই পোস্ট মুশফিক নিজেও তার অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ারও করেছেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে