-
ইতিহাস গড়ে সেমিতে ডমিনিক থিম
September 10th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
নিউইয়র্ক, ১০ সেপ্টেম্বর: প্রথম অস্ট্রিয়ান টেনিস খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠে ইতিহাস গড়েছেন ডমিনিক থিম। গতকাল রাতে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে অ্যালেক্স ডি মিনরকে পরাজিত করে এই কীর্তি গড়েন ডমিনিক থিম।
ডমিনিক থিমের কাছে বলতে গেলে পাত্তাই পাননি অ্যালেক্স ডি মিনর। থিম সরাসরি ৩-০ সেটে ডি মিনরকে বিধ্বস্ত করে সেমিতে পৌঁছেন।
ডি মিনরের বিপক্ষে প্রথম সেটটি ৬-১ জিতে নেন ডমিনিক থিম। এরপর পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে ৬-২এ জিতে নেন দ্বিতীয় সেটটিও। তৃতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ডি মিনর। কিন্তু শেষ অবধি থিমের কাছে ৬-৪এ হার মানেন।
ডি মিনরের বিপক্ষে থিমের এটি দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে সিডনিতে ডি মিনরের বিপক্ষে জয় পেয়েছিলেন থিম।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে