-
ইনজুরিতে কিউই ওয়ানডে স্কোয়াডের বাইরে ব্রেসওয়েল
January 5th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ওয়েলিংটন, ০৪ জানুয়ারি: পায়ের পেশির ব্যথার কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ডগ ব্রেসওয়েল। ২৭ বছর বয়সী এ কিউই বোলার দীর্ঘবিরতির পর সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলেছেন। এ সিরিজে পাঁচ ম্যাচে তিনি শিকার করেছেন ৬ উইকেট।
গত বুধবার তিনি ডান পায়ে চোট পান। তার সেরে উঠার জন্য তিনি মেডিকেল পরীক্ষা করাবেন।
ব্রেসওয়েলের বদলে উদ্বোধনী ব্যাটসম্যান জর্জ ওয়ার্কারকে দলে নেয়া হয়েছে। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুটি ম্যাচে ফিফটি করেছেন এবং সেন্ট্রাল স্ট্যাগের হয়ে সুপার স্ম্যাশ টি-২০তেও তিনি ভালো খেলেছেন। ৩৮ বলে ৭৫ রান ও ১ উইকেট পারওয়ার কারণে আগামী শুক্রবার ওয়েলিংটনে তিনি জাতীয় দলের সাথে যোগদান করবেন।
কলিন ডি গ্র্যান্ডহাম পিতার মৃত্যুর কারণে যে ছুটিতে ছিলেন তা শেষ করে তিনি ফিরবেন বলে আশা করা যাচ্ছে। ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে শেষ তিন ওয়ানডে ম্যাচে খেলবেন বলে আশা করছেন প্রধান কোচ মাইক হেসন। শেষ তিন ওয়ানডের স্কোয়াড এখনো ঘোষণা করা হয়।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী ৬ জানুয়ারি শনিবার বেসিন রিজার্ভ-এ অনুষ্ঠিত হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/জেএকে