শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
ইনজুরিতে মেসি
August 5th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ক্যাম্প ন্যু, ৫ আগস্ট: ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে ইনজুরিতে পড়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। যার কারণে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া হচ্ছে না এই ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের।
গ্রীষ্মের ছুটি কাটিয়ে সোমবার ক্যাম্প ন্যু’য়ের অনুশীলনে যোগ দেন মেসি। কিন্তু অনুশীলনে ডান পায়ে চোট অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।
অবশ্য পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন, মেসির চোট তেমন গুরুতর নয়। গ্রেড ওয়ান পর্যায়ে আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চোট।
লা লিগার নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। তবে চোটের কারণে দলের সঙ্গে যাচ্ছেন না মেসি। ক্যাম্প ন্যুয়ে থাকছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন তারকা ফুটবলার।বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে