-
ইনডোর এশিয়া কাপে ইরানের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়
July 16th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৬ জুলাই: থাইল্যান্ডের চোনবুরিতে চলমান ইনডোর এশিয়া কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে ৮-০ গোলে শোচনীয়ভাবে হেরে গেছে বাংলাদেশ।
প্রথমার্ধে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে ছিলো ইরান । দ্বিতীয়ার্ধে আরো চার গোল হজম করেছে শিটুল-জিমিরা। প্রথম তিন মিনিটে নুরানিয়ানের দু’টি ফিল্ড গোলে ২-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ।
এরপর ৫ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে তৃতীয় গোলটি করেন নুরুজ্জাদেহ রেজা। ১৬ মিনিটে আমির মাহদীর ফিল্ড গোলে ৪-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ২২ মিনিটে নুরুজ্জাদেহ পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেছেন। এরপর ৩০ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে দলের পক্ষে ষষ্ঠ গোলটি করেন তাহেরিরাদ নাভিদ। ম্যাচের শেষ দুই মিনিটে নুরুজ্জাদেহ ও বেইরানভান্দ আরো দুই গোল করলে ৮-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
আগামীকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপাইনের মোকাবেলা করবে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
উল্লেখ্য, ইনডোর এশিয়া কাপের গত ৭টি আসরেই চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব দেখিয়েছে ইরান। বাংলাদেশ এই প্রথমবার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে