-
ইনডোর হকিতে থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে হার বাংলাদেশের
July 18th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
থাইল্যান্ড, ১৮ জুলাই: ইনডোর এশিয়া কাপ ২০১৯ এ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। চোনবুরিতে ফিলিপাইনকে বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে থাইল্যান্ডের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নামে বাংলাদেশ।
এই ম্যাচে জয় পেলে টুর্ণামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা ছিলো লাল-সবুজের প্রতিনিধিদের। কিন্তু প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে শিতুল-আশরাফুলরা। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ে, এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৩-১ এর হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৪ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডের পর বাংলাদেশ চতুর্থ স্থানে থাকলে ২০ জুলাই, শনিবার অপর গ্রুপের চতুর্থ দলের সাথে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে দলকে। গ্রুপের বাকি দলগুলোর একটি করে খেলা বাকি রয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে