-
ইন্টারন্যাশনাল আরচ্যারীতে ২ রৌপ্য ও ১ ব্রোঞ্জ জয় বাংলাদেশের
September 7th, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৭ সেপ্টেম্বর: দ্বিতীয় ইন্টারন্যাশনাল আরচ্যারীতে বাংলাদেশ দু’টি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছে। গতকাল কিরগিজস্তানে পুরুষ এককে ও মিশ্র দলগতে রৌপ্য এবং পুরুষ দলগতে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশ।
পুরুষ এককে তোফাজ্জল হোসেন ফাইনালে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে কিরগিজস্তানের ‘কুরসানালিয়েভ উলুকবেক’-এর নিকট পরাজিত হয়ে রৌপ্য পদক অর্জন করেন।
পুরুষ দলগতভাবে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন, মো: রেদওয়ান ও আব্দুল্লাহ্ আল মামুন) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে কিরগিজস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে।
মিশ্র দলগতভাবে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন ও নাসরিন আক্তার) ফাইনালে কিরগিজস্তানের (কুরসানালিয়েভ উলুকবেক ও এসেল শারবেকোভা)-াএর নিকট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে রৌপ্য পদক অর্জন করে।
৪টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ আরচ্যারী দল ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
বাংলাদেশ আরচ্যারী দল আজ শনিবার বিকেল ০৫:২০ মি: ঢাকায় ফিরে আসবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে