-
ইন্টার-ভার্সিটি চ্যাম্পিয়নশিপে এজাজ-নানজিবা জিতেছে
January 25th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ ডটকম
মালয়েশিয়া, ২৪ জানুয়ারি : জিএসিসি ইন্টার-ভার্সিটি দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সৈয়দ এজাজ হোসেন ৪ পয়েন্ট, শামস উদ দোহা, মো, সাব্বির হোসেন ও মোহাম্মদ শাকিল ৩ পয়েন্ট এবং রিফা নানজিবা ইবনাত ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।মালয়েশিয়ার মালয় ইউনিভার্সিটিতে আজ বুধবার সকালে পঞ্চম রাউন্ডে এজাজ শ্রীলঙ্কার মেনুকা উদারাকে, দোহা মালয়েশিয়ার নাজরি নুর আয়না সিয়ামিমিকে, সাব্বির শ্রীলঙ্কার কুমারীকে, শাকিল শ্রীলঙ্কার ভিত্থাসিঙ্গেকে ও নানজিবা মালয়েশিয়ার হেরমান নুর আজিইরাকেকে পরাজিত করেন।
বিকেলে ষষ্ঠ রাউন্ডে এজাজ ইন্দোনেশিায়ার ফিতরিয়া ডেজি নুরকে ও নানজিবা মালয়েশিয়ার জাইদি নুরাইনা দিয়ানাকে পরাজিত করেন। তবে দোহা মালয়েশিার মুহ সাপরিন আমির কোয়ায়ুমের কাছে, শাকিল মালয়েশিয়ার চেন শেং ইপের কাছে ও শাকিল শ্রীলঙ্কার পেরেরার কাছে হেরে যান।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ