-
ইন্ডিয়ান ওমেন্স লিগ খেলতে গেলেন কৃষ্ণা-সাবিনা
March 25th, 2018ক্রীড়া প্রতিবেদক, বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৫ মার্চ ২০১৮ : বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের দুই তারকা খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও সাবিনা খাতুন ইন্ডিয়ান ওমেন্স লিগ খেলতে আজ রোববার সন্ধ্যায় ভারত যাচ্ছেন।ভারতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওমেন্স লিগে তারা ‘সেতু এফসি’ হয়ে অংশ নেবেন।
ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার আগে আজ দুপুরে কৃষ্ণা-সাবিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, ফিফা কাউন্সিল সদস্য ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।
ঢাকা ছাড়ার প্রাক্কালে কৃষ্ণা-সাবিনা বলেন, তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দেখানোর চেস্টা করবেন। তারা মনে করেন, এটা দেশীয় ফুটবলেরই উন্নয়ন। মহিলা দল ভাল খেলছে বলেই তাদের সামনে ইন্ডিয়ান ওমেন্স লিগ খেলার সুযোগ এসেছে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ