-
ইন্দোনেশিয়ায় যুব শাটলারদের সাফল্য
July 21st, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২১ জুলাই: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপে সাফল্য দেখিয়েছে বাংলাদেশের যুব শাটলাররা। সাফে শ্রীলঙ্কার অবস্থান ভারতের পরই। সেই শ্রীলঙ্কার শাটলারকে হারিয়েছে বাংলাদেশের শাটলাররা।প্রথম রাউন্ডে পুরুষ দ্বৈতে বাংলাদেশের লোকমান ও গৌরব ২১-১১, ২১-১০ সেটে মায়ানমারের খেলোয়াড়দের হারানোর পর শ্রীলঙ্কাকে হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠে। প্রি- কোয়ার্টারে কোরিয়ার সাথে হার মেনে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। অন্য ম্যাচে সিবগাত ও আকিব জুটি ৭-২১, ১৫-২১ সেটে মালয়েশিয়ান খেলোয়াড়দের নিকট পরাজিত হয়।
এককে লোকমান ২১-১১, ২১-৬ সেটে মঙ্গোলিয়ার খেলোয়াড়কে হারানোর পর চীনের কাছে হেরে যায়। সিবগাত ২১-১৪, ২১-১২ সেটে ম্যাকাও এর খেলোয়াড়কে পরাজিত করে সিঙ্গাপুরের সাথে হার মানে। অবশ্য এককে আকিব ৬-২১, ৮-২১ সেটে জাপানের খেলোয়াড়ের কাছে পরাজিত হয়।
উক্ত জুনিয়র চ্যাম্পিয়নশিপে ৪ জন জুনিয়র খেলোয়াড় (লোকমান, গৌরব, আকিব ও সিবগাত) ও ২ জন কর্মকর্তা (ম্যানেজার- আলমগীর হোসেন ও বিবিএফ কোচ-এনায়েত উল্যা খান) কাল দেশে ফিরবেন।বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে